
চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ৪০ বছর শিক্ষকতা করেও তিনি কখনো প্রশাসনিক পদ পাননি। কারণ, তিনি কখনো লেজুড়বৃত্তিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।
সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, যারা লেজুড়বৃত্তিক রাজনীতির সাথে জড়িত ছিল, তাদেরকেই প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হতো। ফলে তিনি কখনো কোনো হাউস টিউটরের দায়িত্বও পাননি। তবে ২৪শে ফেব্রুয়ারির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তিনি আজ এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ছাত্ররা অবশ্যই রাজনীতি করবে, তবে তা হতে হবে ছাত্রদের একাডেমিক স্বার্থকে কেন্দ্র করে। তিনি জামায়াত, বিএনপি কিংবা আওয়ামী লীগের দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করেন।
তিনি আরও বলেন, তিনি ৪০ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, কিন্তু কখনো কোনো দলের পক্ষে স্লোগান দেননি। তিনি ছাত্রদের প্রয়োজনীয় একাডেমিক স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও ছাত্র ও শিক্ষক সংগঠন থাকতে পারে, তবে এদেশের মতো সহিংসতা অন্য কোথাও নেই।
ড. ইয়াহইয়া বলেন, তার প্রধান লক্ষ্য দ্রুত হলগুলোতে আসন বরাদ্দ দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করা। পরিবেশ ফিরে এলে লাইব্রেরি, খাবারের মানসহ অন্যান্য বিষয়ে নজর দেবেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তার সমালোচনা হোক, তিনি তা পছন্দ করেন। খারাপ কাজগুলো বড় করে প্রচার করতে এবং ভালো কাজগুলো ছোট করে প্রচার করলেও তিনি আপত্তি করবেন না।
মতবিনিময় সভায় চবি সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
