খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

খাগড়াছড়ি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি বিএনপির বিক্ষোভে বাধা দিয়েছে পুলিশ। পুলিশী বাধায় বিক্ষোভ কর্মসূচি পালন করতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি বিএনপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। পুলিশি বাধার মুখে বিক্ষোভ প্রদর্শন শেষে কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে করে খাগড়াছড়ি বিএনপি।

খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র সহ-সভাপতি কংচাইরি মাস্টার, যুগ্ম সাধারণ
সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক শাহেদ হোসেন সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীর আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারী দেন।