চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ড ভ্যানসহ ১০ লাখ টাকার সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ। বৃহস্পতিবার রাতে অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের এগার মাইলের ফরেস্ট চেক স্টেশন এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়।
বিভাগীয় বন কর্মকতা আ.ন.ম আবদুল অদুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমূখী একটি কাভার্ড ভ্যান (চট্টমেট্রো-ট-১১-৬১২৫) থামিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। ওই গাড়ি থেকে ৫৯৪ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত সেগুন কাঠের মূল্যে আনুমানিক ১০ লাখ টাকা।
এ ঘটনায় হাটহাজারী বিট স্টেশন কর্মকতা বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছেন।
