বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভিংরোল গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক কিশোরী।

শুক্রবার বাল্যবিবাহটি বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল মোবিন।

তিনি বলেন, শুক্রবার সকালে ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের (২৫) বিয়ের কথা ছিল। বর আসার আগেই বেলা ১১টার দিকে মেয়ের বাড়িতে পুলিশ নিয়ে উপস্থিত হই। এ কারণে বিয়ে বাড়িতে আসেননি বর। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করে দিয়েছি।