কর্ণফুলী প্রতিনিধি : ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর পরিচালক আলহাজ্ব লায়ন হাকিম আলী বলেছেন, ‘সৎ ব্যবসায়ীরা দেশের সম্পদ। ব্যবসা-বাণিজ্যের প্রতি যে জাতি যত বেশি মনোযোগ দেয়, অর্থনৈতিক ক্ষেত্রে সে জাতি তত বেশি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। পক্ষান্তরে ব্যবসা-বাণিজ্যের প্রতি যে জাতি বা যে অধিবাসীদের আগ্রহ নেই, তারা সব সময় অর্থনৈতিক ক্ষেত্রে অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকে। তাই ইসলাম ব্যবসা-বাণিজ্যের প্রতি উৎসাহ দিয়েছে। তার ফজিলত ও বরকতের কথা শুনিয়েছে; ইহকালের কল্যাণ ও পরকালের সুসংবাদ দিয়েছে।’
তিনি শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা সৈন্নারটেকে এলপি গ্যাস, হার্ডওয়্যার, সেনিটারি ও ইলেকট্রিক সামগ্রী বিপণন প্রতিষ্ঠান মালেক এন্টারপ্রাইজ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মালেক এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী আবদুল মালেক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরপাথরঘাটা ইউপি সদস্য ও কর্ণফুলী উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মো. ফরিদ জুয়েল, ব্যবসায়ী মো. হাসমত আলী, এডভোকেট আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, দুরন্ত দুর্বার সভাপতি মুছা সিকদার, সাধারণ সম্পাদক রমজান আলী রমু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন নয়ন, নেছার আহমদ, সাইদুল ইসলাম টুটুল, সাজ্জাদ সাজিদ, দেলোয়ার হোসেন জনি প্রমুখ।
