বেনাপোলে অস্ত্র-গুলি ও মোটর সাইকেলসহ দুজন আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানা পুলিশ আকরাম (৩৫) ও জালাল (৩৮) নামে দুই যুবককে ১টি পিস্তল ৬ রাউন্ড গুলি ২টি ম্যাগজিন ও একটি মোটর সাইকেল সহ আটক করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বেনাপোল পোর্ট থানার পুলিশ তাদের কৃষ্ণপুর গ্রাম থেকে অস্ত্রসহ আটক করে।

আটক আকরাম হোসেন পোর্ট থানার খলসী গ্রামের দুখে মিয়ার ছেলে ও জালাল একই গ্রামের জালাল রহমত উল্লাহর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসআই সুজিত, এ এসআই হারুন ও এ এসআই রিপন কৃষ্ণপুর পুর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে আকরাম ও জালাল নামে দুই যুবককে ১টি পিস্তল ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ১টি মোটর সাইকেল গ্রেফতার করে।

আটককৃতদের অস্ত্র আইনে মামলা দিয়ে শনিবার যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।