চট্টগ্রামে দুর্ঘটনায় যুবক নিহত

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর এলাকায় মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিবি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন চন্দ্র দে (৩০) চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দা রঞ্জন দে’র ছেলে। রিমন চাকরি করতেন প্রাণ আরএফএল গ্রুপে। তার এক বছরের একটি মেয়ে আছে।

বন্দর থানার এসআই মাসুদুর রহমান বলেন, চাকরির সুবাদে বন্দরে যেতে হয় রিমনকে। শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে বন্দরে যান তিনি। দুপুরে এনসিবি গেইট এলাকায় মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের মাঝখানে চাপা পড়ে রিমন ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।