চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিককে খুন এবং দুপক্ষের মধ্যে মারামারিতে দুই যুবক নিহতের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ ও ডবলমুরিং থানায় মামলা দুটি করেন নিহতদের পরিবারের সদস্যরা।
গত মঙ্গলবার সন্ধ্যায় ডবলমুরিংয়ের পোস্তারপাড় এলাকায় ছুরিকাঘাতে পোশাকশ্রমিক বদিউজ্জামান সাগরকে (২৩) হত্যা করা হয়। এরপর মঙ্গলবার রাত ৯টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় দুই পক্ষের মারামারির পর রাত ১০টার দিকে মিজানুর রহমান (১৮) ও মোঃ ইয়াছিন (১৮) নামে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। হামজারবাগের ঘটনায় রাতেই চারজনকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। তবে পোস্তারপাড় এলাকায় পোশাকশ্রমিক খুনের ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান জানান, বদিউজ্জামান সাগরকে হত্যার ঘটনায় তার বাবা বাবুল মিয়া বাদি হয়ে একটি মামলা করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
অন্যদিকে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে হামজারবাগের শান্তিনগর এলাকার করিম ও থাই ফুড কারখানার কর্মচারী সজীবের পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। মারামারির পর মঙ্গলবার রাত ১০টার দিকে ওই এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। নিহত দুজন করিমের পক্ষের লোক। এ ঘটনায় নিহত ইয়াছিনের বাবা জহির উদ্দিন বাদি হয়ে গ্রেফতার সজিব, মহরম, ফারুক হোসেন ও সাগরসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছে।