বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়ি সদরে ১৪৪ ধারা জারি

প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৪ | ৬:৪৪ অপরাহ্ন


খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে গণপিটুনিতে সোহেল রানা নামে এক শিক্ষক নিহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যার ফলে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন খাগড়াছড়ি জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এই আদেশ জারি করা হয়, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

নিহত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।”