বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

হাটহাজারীতে বজ্রপাতে সুনামগঞ্জের এক ব্যক্তি নিহত

প্রকাশিতঃ ১ অক্টোবর ২০২৪ | ৬:৪৮ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে বজ্রপাতে বাবুল মিয়া (৫০) নামে সুনামগঞ্জের একজন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার উত্তর মোহাম্মদপুর ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকাল থেকে বাবুল মিয়া ও তার ভায়রা ভাই এমদাদ আলাউদ্দীনের কৃষি জমিতে কাজ করছিলেন। বাবুল মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার জয়শ্রী গ্রামের মৃত পরশ আলীর ছেলে এবং এক ছেলে ও দুই কন্যা সন্তানের পিতা। দুপুরে তারা সিএনজি চালক আলাউদ্দীনের বাড়িতে খাবার খেয়ে পুনরায় জমিতে কাজে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই বাবুল মিয়া প্রাণ হারান।

স্থানীয় যুবক আসাদুজ্জামান রিপন জানান, ঘটনার সময় বাবুল মিয়া তার ভায়রা ভাই এমদাদের সাথে ছিলেন। তারা দুপুরের খাবার খেয়ে জমিতে কাজ করতে যাচ্ছিলেন। বাবুল মিয়া তার ১০০ ফুট পেছনে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে বিকট শব্দে বাবুল মিয়া বসে পড়েন, পরে পেছনে ফিরে তাকিয়ে দেখেন তিনি মাটিতে পড়ে আছেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে আসছেন। যেহেতু বজ্রপাতে তার মৃত্যু হয়েছে, তাই স্বজনদের কোনো অভিযোগ নেই। আমরা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি। তারা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করবেন।