হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম হাটহাজারী উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম সাদিদ, সিনিয়র সহকারী কমিশনার আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।
সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন। এরপর তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। সেখান থেকে তিনি হাটহাজারী পৌরসভা কার্যালয় এবং উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।