হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটস্থ দয়াময়ী কালীবাড়ী ও শ্রীমন্তপাল বাড়ীর পূজামন্ডপ পরিদর্শন করেছেন। সেখানকার পূজামন্ডপ প্রস্তুতির পর্যায়ে পর্যবেক্ষণ করার উদ্দেশ্যে তিনি উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার মো. আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, হাটহাজারী পূজা পরিষদের আহ্বায়ক মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ন আহ্বায়ক সাংবাদিক বাবলু দাশ, জেলার সাংগঠনিক সম্পাদক রিমন মুহুরী, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, সদস্য নাথুরাম ধর, সদস্য অপি দাশ, ঋষিকেশ খাস্তগীর ও রনি দাস রকেট প্রমুখ।
জেলা প্রশাসক ফরিদা খানম প্রশাসনের পক্ষ থেকে পূজায় সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “পুজার সময় সড়কে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হবে এবং প্রত্যেকটি পূজামন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য মন্ডপ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। উপজেলার পূজা সংক্রান্ত সকল বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারগণ যথেষ্ট ভূমিকা পালন করবেন।”
ফরিদা খানম উল্লেখ করেন, ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজায় প্রতিমা কারুকার্য প্রস্তুত করার জায়গাগুলোকে নিরাপদ এবং সুন্দর রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাটহাজারী পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি, পূজা চলাকালীন কোনো ধরনের অশান্তি এড়াতে প্রশাসন সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ বজায় রাখবে বলে তিনি আশ্বাস দেন।