চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদের তিন তিনবারের সদস্য, সমাজহিতৈষী হাজী জাহান আরা বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার, ১ অক্টোবর পালিত হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে রাঙ্গুনিয়া গ্রামের বাড়ি এবং প্রয়াতের সন্তানদের শহরের বাসভবনে নানা কর্মসূচি আয়োজিত হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, প্রয়াতের কবর জেয়ারত, কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে স্বজন, শুভার্থী এবং শুভানুধায়ীরা অংশ নিয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
জাহান আরা বেগম পদুয়া গ্রামে মুসলিম সমাজের প্রথম শিক্ষিত ব্যক্তি, কর্ণফুলী পেপার মিলসের প্রাক্তন উর্ধ্বতন কর্মকর্তা মরহুম আলহাজ খায়ের আহমেদ তালুকদারের স্ত্রী এবং ব্রিটিশ আমলে উত্তর চট্টগ্রামের তৎসময়ের মানুষের বিনোদনের অন্যতম অনুষঙ্গ রাঙ্গুনিয়ার মরিয়মনগরে প্রবর্তিত ঐতিহ্যবাহী আহমদ মিয়া সওদাগরের বলিখেলার প্রবক্তা আহমদ মিয়া সওদাগরের জ্যেষ্ঠ কন্যা। তাঁর কনিষ্ঠ সন্তান একুশে পত্রিকার প্রয়াত সম্পাদক আজাদ তালুকদার।
জাহান আরা বেগমের অবদান এবং সমাজসেবার কাজের মাধ্যমে তিনি স্থানীয় সমাজে অনন্য স্থান অধিকার করে রেখেছেন। তাঁর জীবন এবং কাজ আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে রয়েছে।
মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সবাই মিলিত হয়ে প্রয়াতের স্মরণে দোয়া এবং সম্মান জ্ঞাপন করেন।