শ্রমিক দল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ, ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত


চট্টগ্রাম : বোয়ালখালী উপজেলার রায়খালী এলাকায় মেসার্স এবি এন্টারপ্রাইজ নামে এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে শ্রমিক দলের দুই নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত দুই নেতা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন খাঁন তরুণ ও বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল ছত্তার।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টায় বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবছার উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে রায়খালী ব্রিজ এলাকায় ব্যবসা করে আসছেন তিনি। সম্প্রতি মহসিন খাঁন তরুণ ও আব্দুল ছত্তার তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন।

তিনি আরও জানান, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। চাঁদাবাজির কথা লিখলে মামলা করতে হবে বলায় হুমকির অভিযোগ করে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেসার্স এবি এন্টারপ্রাইজের অংশীদার ব্যবসায়ী আশীষ ভূট্টাচার্য, জাহেদুল হক সোহেল ও মো.আজাদ।

অভিযোগের বিষয়ে মহসিন খাঁন তরুণ বলেন, তার বয়স ৭৫ বছর এবং তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। ২৯ সেপ্টেম্বর উপজেলায় তাকে মারধর করা হয়েছে এবং সেই ঘটনাকে ধামাচাপা দিতে, অন্যদিকে নিয়ে যেতে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।

বোয়ালখালী থানার ওসি গোলাম সরোয়ার বলেন, হুমকি দেওয়ার ঘটনায় জিডি হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।