বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও খাদ্যদ্রব্য বিক্রি: ফ্লেভার্সসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিতঃ ২ অক্টোবর ২০২৪ | ৭:৫৩ অপরাহ্ন

মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
চট্টগ্রাম : মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও খাদ্যদ্রব্য বিক্রি করছিল ফ্লেভার্স প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স। এছাড়াও মেয়াদোত্তীর্ণ দ্রব্যের প্যাকেটে তারা নিজেরাই মূল্য ও উৎপাদন তারিখ যুক্ত স্টিকার পুনঃসংযুক্ত করছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাচ্চি এক্সপ্রেস নামক রেস্টুরেন্টে খাদ্য তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অননুমোদিত কেমিক্যাল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ মসলা ও বাসি বিরিয়ানি সংরক্ষণ করতে দেখা যায়। একারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানে খাদ্যে বারবার চুল পাওয়ার একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাওলানা ফার্মেসি নামে আরেকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।