শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

চুনতির সীরাত ময়দানে জনসমুদ্র, আজ আখেরি মোনাজাত

নবীপ্রেমের আলোয় আলোকিত চুনতির রাত

প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০২৪ | ৭:২৭ অপরাহ্ন


মো. আলাউদ্দিন, মাহফিল থেকে : চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ঐতিহাসিক ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিলের সমাপনী দিবসে হাজার হাজার মানুষের ঢল নেমেছে সীরাত ময়দানে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল থেকেই বাড়তে থাকে জনতার ভিড়।

১৩ একর আয়তনের ঐতিহাসিক সীরাত ময়দান ভরে উঠেছে ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায়। প্যান্ডেল ছাড়িয়ে খোলা আকাশের নিচেও স্থান পেয়েছেন অনেকে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের উপস্থিতিতে আশপাশের গ্রাম-রাস্তাঘাটও ভরে উঠেছে।

সমাপনী দিবসের মাহফিলে দেশের বিশিষ্ট ওয়ায়েজীন ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করেছেন। বাদে মাগরিব তকরির পেশ করেছেন বায়তুশ শরফের পীর আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী।

এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা সাদেকুর রহমান আজহারী প্রমুখ।

আশেকে রসুল (স:) অলিকুল শিরোমণি প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ.) শাহ সাহেব কেবলা চুনতি ১৯৭২ সালে ঐতিহাসিক এই সীরাতুন্নবী (স:) মাহফিলটি প্রবর্তন করেন।

মাহফিল পরিচালনা কমিটির সদস্য শাহজাদা তৈয়বুল হক বেদার জানান, মাহফিলে শৃঙ্খলা বজায় রাখতে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। পুলিশ ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।