শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

হাটহাজারীতে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ৩ অক্টোবর ২০২৪ | ৯:৩১ অপরাহ্ন


হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে বাসার সেপটিক ট্যাংকের পানিতে পড়ে আবদুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ উত্তর মোজাফফরপুর গ্রামের আবদু শাহজির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

মৃত আবদুল্লাহ ওই এলাকার ভাড়াটিয়া নির্মাণ শ্রমিক রনির সন্তান। রনির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

ওয়ার্ড মেম্বার মামুন জানান, ঘটনার দিন আবদুল্লাহর মা বাথরুমে গেলে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। এ সময় আবদুল্লাহর বাবা রনি ও বাসায় ছিলেন না। পরে রনি বাসায় এসে শিশুটিকে খুঁজতে থাকেন।

একপর্যায়ে ঘরের পাশের মো. শফির বাড়ির খোলা সেপটিক ট্যাংকের পাশে আবদুল্লাহকে পড়ে থাকতে দেখেন রনি। শিশুটিকে উদ্ধার করে পৌরসভার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক ইমরান ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলেন।