
চট্টগ্রাম : চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অভ্যন্তরীণ ভিসি নিয়োগের দাবিতে আজ থেকে “শাট ডাউন সিভাসু” কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৫ অক্টোবর) রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ারলেস মোড়ে রোড ব্লকেড করে তারা এ কর্মসূচি ঘোষণা করে।
সিভাসুর ২৬ লেভেলের শিক্ষার্থী সিফাতুল্লাহ মোঃ আফনান বলেন, “সিভাসুর অভ্যন্তরীণ ভিসি নিয়োগের দাবিতে আমরা রবিবার থেকে ‘শাট ডাউন সিভাসু’ কর্মসূচি পালন করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিভাসুর সকল ধরনের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হলো।”
সিভাসুর ২৭ লেভেলের মোহাম্মদ হুজাইফা বলেন, “সিভাসুর ভিসি নিয়োগ যাতে সিভাসু শিক্ষকদের পক্ষ থেকেই হয় এ নিয়ে গত দুদিন ধরে আন্দোলন করছি আমরা। আমাদের দাবি, ভিসি নিয়োগ যেন আমাদের শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য কাউকে দেওয়া হয়। আমরা সিভাসুর বাইরে থেকে ভিসি নিয়োগ কখনোই মানব না।”
শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে রয়েছে, সিভাসুর সকল গেইটে তালা লাগিয়ে দেওয়া, রবিবার সকাল ৮:৩০ থেকে শুভ চত্বরে অবস্থান, সকাল ১০:০০ টায় রোড ব্লক এবং অবস্থান ধর্মঘট।
