উ. কোরিয়ার পরমাণু কর্মসূচি বিশ্বের জন্য হুমকি : ট্রাম্প

টোকিও : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বিশ্বের জন্য ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

এশিয়া সফরকালে তিনি একথা বলেন। তার এই সফরে উত্তর কোরিয়া সংকট প্রাধান্য পাচ্ছে। খবর এএফপি’র।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ‘পরমাণু কর্মসূচি বিশ্ব সভ্যতা এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।’