হেলিকপ্টার দুর্ঘটনায় সৌদি প্রিন্স নিহত

রিয়াদ : ইয়েমেন সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন সৌদি প্রিন্স নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একথা বলা হয়েছে।

আসির প্রদেশের ডেপুটি গভর্ণর প্রিন্স মনসুর বিন মুকরিন কয়েকজন কর্মকর্তাসহ হেলিকপ্টারে করে ওই এলাকা পরিদর্শনে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। খবর এএফপি’র।

সৌদি আরব জানিয়েছে, এক দিন আগে তারা রিয়াদ বিমানবন্দরের কাছে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।

নিহত প্রিন্স মানুসুর বিন মুকরিন আরেক সাবেক যুবরাজের ছেলে।

মুনসুরের বাবা মুকরিন বিন আব্দুল আজিজকে তার সৎ ভাই বাদশাহ সালমান যুবরাজের আসন থেকে সরিয়ে দেন। ২০১৫ সালে যুবরাজ হিসেবে আব্দুল আজিজের অভিষেক হয়েছিল।

এই দুর্ঘটনায় হেলিকপ্টারের অপর আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।

তবে সৌদি গণমাধ্যম ওকাজ অসমর্থিত সূত্রে জানিয়েছে, এই ঘটনায় হেলিকপ্টারের সকল আরোহীই মারা গেছে।