চট্টগ্রাম: নগরীর স্টেশন রোড থেকে তালিকাভূক্ত সন্ত্রাসী ও ৭টি মামলার অাসামি মো: সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলকে গ্রেফতার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালী থানার স্টেশন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন।
তিনি জানান, গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল বায়েজিদ বোস্তামি থানার তালিকাভূক্ত সন্ত্রাসী। সে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। তার বিরুদ্ধে ৭টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।