
চট্টগ্রাম: বিশ্ব সমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৬তম (২৬ শে আশ্বিন) ওরস শরিফ আজ ১১ অক্টোবর শুক্রবার মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মঞ্জিলে উদযাপিত হচ্ছে।
ফজরের নামাজের পর ওরস শুরু:
আজ শুক্রবার ফজরের নামাজের পর রওজা শরিফ গোসল ও গিলাফ পরিধানের মাধ্যমে ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়।
কেন্দ্রীয় আলোচনা ও মিলাদ:
রাত দশটায় কেন্দ্রিয় আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন গাউসুল আযম মাইজভাণ্ডারী’র প্র-প্রপৌত্র, গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল হযরত আল্লামা শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
সুষ্ঠু আয়োজনের জন্য পদক্ষেপ:
পবিত্র ওরস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এন্তেজামিয়া কমিটি সকল প্রস্তুতি গ্রহণ করেছে। ফটিকছড়ি উপজেলা প্রশাসন উরস শরিফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা, দেশ-বিদেশ হতে আগত আশেক-ভক্ত ও জায়েরীনদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃংখলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করেছে।
আট দিনব্যাপী কর্মসূচি:
ওরস শরিফ উপলক্ষে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’ ৮ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
* ৪ অক্টোবর: ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটি সমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে বাদ জুম’আ কুরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান।
* ৫ অক্টোবর: ট্রাস্ট মিলনায়তনে ‘পবিত্র কোরআন ও হাদিসের বিশ^জনীন দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার।
* ৬ অক্টোবর: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা।
* ৭ অক্টোবর: ‘মাইজভাণ্ডারীয়া ত্বরিকা’র সম্মানিত খলিফাগণের আওলাদদের সাথে মতবিনিময় সভা।
* ৮ অক্টোবর: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের নীতি নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয় আলোচনা।
* ১০ অক্টোবর: ফটিকছড়ি উপজেলার এতিমখানাসমূহের ছাত্র-ছাত্রীদের মাঝে একবেলা খাবার সরবরাহ।
* ১১ অক্টোবর: উপদেশমূলক, দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ গেইট পর্যন্ত বিটিআরটিসি’র দিনব্যাপী বাস সার্ভিস, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা।
