অর্থ আত্মসাতের মামলায় এসএ অয়েলের এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম: চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের ২০০ কোটি টাকা আত্মসাতের মামলায় এসএ অয়েল রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাব উদ্দিন আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মো. নোমানের আদালত এই আদেশ দেন।

বাদীর আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, আবেদনের প্রেক্ষিতে আসামি শাহাব উদ্দিন আলম যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৯ মার্চ আদালতে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেন ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমেদ। আদালতের নির্দেশে গত বছরের ২৭ মার্চ অভিযোগটি ডবলমুরিং থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়। মামলায় শাহাব উদ্দিন ছাড়াও এসএ রিফাইনারির সিনিয়র ডিজিএম (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং) দিদারুল আলমকেও আসামি করা হয়। এতে উল্লেখ করা হয়, ব্যাংকের নথিপত্র ছাড় না করেই জালিয়াতির মাধ্যমে নথিপত্র তৈরি করে কাস্টমস থেকে ছাড়পত্র নিয়ে আমদানি করা তেল নিয়ে যায় তারা।

তেল বিক্রি করে সেই টাকা আসামিরা আত্মসাৎ করে। এর মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করে তারা। আসামি শাহাব উদ্দিন আলম যেকোনো সময় দেশ ছেড়ে যেতে পারেন এমন আশঙ্কার কথা জানিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এ বিষয়ে নির্দেশনা দিতে আদালতের কাছে আবেদন করেন মামলার বাদী।