পালালেও শেষ রক্ষা হবে না : আলাউদ্দিন সিকদার


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : “গত ৫ আগস্ট বিপ্লবের পর খুনি, গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণকারীরা পালালেও তাদের শেষ রক্ষা হবে না। আগে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, পরে তাদের রাজনীতি। দেশে আয়নাঘরের কারিগর, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবকারী, ৫৭ জন শ্রেষ্ঠ সেনা কর্মকর্তার খুনি, শাপলা চত্বরের আলেম-ওলামার খুনি শেখ হাসিনা।”

শনিবার (১২ অক্টোবর) রাতে হাটহাজারী উপজেলার ২ নং ধলই ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন ও শুদ্ধি সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আলাউদ্দিন সিকদার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসেই জনগণের কন্ঠ রোধ করে এক নেতার এক দেশ বলে একনায়কতন্ত্র কায়েম করেছিল। এ দেশ কোন নেতার দেশ নয়, এ দেশ আঠারো কোটি জনগণের দেশ। চিরদিনের জন্য এক নেতার এক দেশ থেকে বাংলাদেশকে হেফাজত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালিয়েছে। আমাদেরকে গত সাড়ে ষোলটি বছর শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছিল। বাংলাদেশের মানুষের সব ধরনের অধিকার একজন কেড়ে নিয়েছিল। তিনি যদি রাতকে দিন বলতেন, রাত দিন হয়ে যেত। যদি দিনকে রাত বলতেন, সকল প্রশাসনের লোকদের সেই সুরেই কথা বলতে হত, যদিও সেটি ছিল ডাহা মিথ্যা।”

উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ধলই ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী, উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

ধলই ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সেলিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শোয়াইব চৌধুরী, হাটহাজারী পৌরসভার আমীর মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর শিক্ষক শাখা সভাপতি মীর মোঃ আবুল কালাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি এস এম রাশেদ প্রমুখ।