শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

শাহ এমদাদীয়ার কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৪ | ৭:০৭ অপরাহ্ন


ফটিকছড়ি (চট্টগ্রাম) : হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর কেন্দ্রীয় ত্রি-বার্ষিক কাউন্সিল ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে রোববার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর সভাপতিত্বে দুপুর ১টায় জাতীয় সংগীত পরিবেশন ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করা হয়। এরপর পবিত্র কোরআন তেলওয়াত, নাতে রাসূল (স.) ও শানে গাউছিয়া পাঠ করা হয়।

সংগঠনের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী কাউন্সিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

কাউন্সিলে আগামী তিন বছরের জন্য হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) কে সভাপতি, সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী কে সহ-সভাপতি এবং শেখ মুহাম্মদ আলমগীর কে সচিব নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন – যুগ্ম-সচিব মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, জনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসাইন, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সেলিম আহমদ খাঁন ও আইন বিষয়ক সম্পাদক এস.এম রফিকুল ইসলাম।

এই কাউন্সিলে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫০০ কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করেন।

প্রধান আলোচক সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী তার বক্তব্যে সংগঠনের কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

কাউন্সিলে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ইকবাল সারওয়ার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুননেসা চৌধুরী, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাযী সাইফুল আচপিয়া ও বোয়ালখালী স্যার আশোতোষ সরকারি কলেজের সহকারী অধ্যাপক (শিক্ষা ছুটি) সিরাজুল আরেফিন চৌধুরী।

বাদ মাগরিব কবিয়াল রমেশ শীলের গানের সংকলনের উপর রচিত “রমেশ শীল: অন্য ভূবন” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) কাউন্সিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, শৃংখলা, কল্যাণ ও মুক্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আখেরী মোনাজাত পরিচালনা করেন।