শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

মানিকছড়িতে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স কমিটি

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৪ | ৮:১৮ অপরাহ্ন

মানিকছড়িতে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্স কমিটি
খাগড়াছড়ি প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে অস্বস্তিতে ভুগছেন মানিকছড়ির সাধারণ ভোক্তারা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের নব-গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি মানিকছড়ি সদরের রাজ বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক তাহমিনা আফরোজ ভুঁইয়া এবং সদস্য সচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া বাজারের স্বাভাবিক চলাচল ব্যাহত করে এমন অস্থায়ী দোকানপাট সরিয়ে নিতে নির্দেশনা দেন। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন এবং অতি মুনাফা থেকে বিরত থাকার পরামর্শ দেন। নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি মুনাফার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

মনিটরিং কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ও বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্থানীয় সরবরাহ কেন্দ্র) ফারজানা ইয়াসমিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা, ছাত্র প্রতিনিধি মো. মামুনুর রশীদ (রাহাদ) ও পুলিশ সদস্যরা।