শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১

চুনতিতে ট্রেনের ধাক্কায় হাতি আহত

প্রকাশিতঃ ১৩ অক্টোবর ২০২৪ | ১১:৪৬ অপরাহ্ন


লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যে ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চুনতির ফরেস্ট অফিস এলিফ্যান্ট ওভারপাসের পাশে এ ঘটনা ঘটে।

চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন একুশে পত্রিকাকে জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন এলিফ্যান্ট ওভারপাসের পাশে আসার সময় হাতিটিকে ধাক্কা দেয়।

আহত হাতিটি ঘটনাস্থলেই পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে চিকিৎসক যাচ্ছেন বলে জানা গেছে।