এইচএসসিতে এবার চট্টগ্রামের ৫ কলেজের কেউ পাস করেননি


চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাঁচটি কলেজের পাসের হার শূন্য। এই পাঁচটি কলেজের মোট ১৭ জন পরীক্ষার্থীর কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পাসের হার শূন্য কলেজগুলো হলো-

* হাটহাজারী উপজেলার রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (৫ জন পরীক্ষার্থী)
* রাউজান উপজেলার মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ (১ জন পরীক্ষার্থী)
* কক্সবাজার উপজেলার চকরিয়া কমার্স কলেজ (৭ জন পরীক্ষার্থী)
* চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার হালিশহর সেন্ট্রাল কলেজ (১ জন পরীক্ষার্থী)
* চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম জেলা কলেজ (৩ জন পরীক্ষার্থী)

এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, ‘যে পাঁচটি কলেজে পাসের হার শূন্য রয়েছে সেসব কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ১ লাখ ৬ হাজার ২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। উত্তীর্ণ হয়েছে ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৫১০ জন এবং ছাত্রী ৫ হাজার ৭৫৯ জন।

উল্লেখ্য, গত বছরের তুলনায় এবার পাসের হার কমলেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৩৩৯ জন।