ডিমের দাম নিয়ন্ত্রণে মাঠে নামছে ভোক্তা অধিদপ্তর


ঢাকা: সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি নিশ্চিত করতে আজ বুধবার থেকে মাঠে নামছে ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার এ তথ্য জানান।

সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছে।

সেই তালিকা অনুযায়ী, খুচরা পর্যায়ে একটি ডিমের দাম হবে ১১ টাকা ৮৭ পয়সা। উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা এবং পাইকারি পর্যায়ে ১১ টাকা এক পয়সা।

এদিকে, মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে যাবে।

অনেক করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছে করে পণ্যের দাম বাড়াচ্ছে বলে সরকারের কাছে তথ্য আছে। বিশেষ ক্ষমতা আইনে সরকার তাদের গ্রেফতার করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।