
বিনোদন ডেস্ক : সাগর জাহানের ‘অনলাইন অফলাইন’ ধারাবাহিক নাটকে গুরুত্বপূর্ণ চরিত্র ‘রুমা ভাবি’ হিসেবে অভিনয় করেছিলেন অভিনেত্রী তানজিকা আমিন। চরিত্রটি করে দর্শকের কাছে জনপ্রিয় হয়েছিলেন তিনি। গত বছর শেষ হয় সেই ধারাবাহিক। এবার পরিচালক সাগর জাহান ধারাবাহিকটির সিক্যুয়েল নিয়ে আসছেন। এটিতেও থাকছেন তানজিকা আমিনও। আসছেন নিজের জনপ্রিয় চরিত্র রুমা ভাবি নিয়ে।
ধারাবাহিক নাটকে তানজিকা আমিনের উপস্থিতি খুব একটা নেই। বর্তমানে ‘সিটি লাইফ’ নামে একটিমাত্র নাটকে অভিনয় করছেন। নাম লেখাননি অন্য কোনো ধারাবাহিক নাটকেও। কিন্তু নিজের পুরোনো দর্শকপ্রিয় রুমা ভাবি চরিত্রটি ফিরিয়ে দিতে পারেননি। কেননা এখনও দর্শক তার চরিত্রটির প্রশংসা করেন। নাটকটির গল্প এগিয়েছিল রুমা ভাবিকে কেন্দ্র করেই। চরিত্রে যিনি সব সময় সবার বিপদে সহযোগিতা করেন, যদিও শেষ পর্যন্ত তিনি নিজেই বিপদে পড়ে যান।
ধারাবাহিকটি নিয়ে তানজিকা আমিন বলেন, অনলাইন অফলাইন প্রচারের রুমা ভাবি চরিত্রটি করে ব্যাপক সাড়া পেয়েছি। বাইরে গেলে বুঝতাম নাটকটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছেন। আমার চরিত্রটিও ছিল আলোচিত ও জনপ্রিয়। সে কারণেই পরিচালক যখন দ্বিতীয় কিস্তিতে অভিনয় করতে বললেন, কিছু না ভেবেই রাজি হয়ে যাই। দর্শক যে চরিত্রে আমাকে পছন্দ করেছেন, সে চরিত্রে থাকাটা আমার জন্য আনন্দদায়ক। আর সাগর জাহানের টিমটাও আমার অনেক প্রিয় ছিল। তাই আবারও ধারাবাহিকটির শুটিংয়ে ফিরেছি।
আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এ মিতু চরিত্রে অভিনয় করে আলোচিত হন তানজিকা। পরে রায়হান রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছিলেন। যদিও সেটি এখনও মুক্তি পায়নি।
