চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য ২৫ কোটি ছয় লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩৪ তম অধিবেশনে এ অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অধিবেশনে ২০১৬-২০১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ কমিটির সদস্য সচিব মোঃ আবুল কালাম। এতে ২০১৫-২০১৬ অর্থ বছরের ২১ কোটি ৫৭ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। বাজেটের উৎসের মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসবে সরকারি অনুদানের মাধ্যমে এবং পাঁচ শতাংশ পাওয়া যাবে অভ্যন্তরীণ উৎস থেকে।
অধিবেশনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মো. আখতার হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নুরল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দৈনিক পূর্বকোণ সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন।