আমিন জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম: চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলের একটি পাট গুদামে অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে আমিন জুট মিলের ৪ নম্বর গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ওই গুদামে সরবরাহ করা পাট এনে জমা করা হতো। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আবদুর রউফ ও মঈন উদ্দিন নামে দুইজন অগ্নিনির্বাপক কর্মী আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আমিন জুট মিলের ম্যানেজার (প্রশাসন) এনায়েত উল্লাহ বলেন, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং কেন আগুন লেগেছে তা জানা যায়নি। এ ঘটনার পর গঠিত কমিটিকে তদন্ত করে সাতদিনের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে মিলের ডিজিএম (পার্চেজ) আহসান হাবীবকে।