তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম: চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের তিন কর্মকর্তার বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী ইকবাল করিম তালুকদার।

মামলায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), রিজিওনাল ম্যানেজার এবং সিডিএ এভিনিউ শাখার ব্যবস্থাপককে মামলায় আসামি করেছেন তিনি। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অন্যদিকে নগরীর নবাব সিরাজদ্দৌলা সড়কের মেসার্স কর্ণফুলী এন্টারপ্রাইজের মালিক।

বাদীর আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের চট্টগ্রাম সিডিএ এভিনিউ নাসিরাবাদ শাখায় বাদীর তিনটি ব্যাংক হিসাব থেকে তার অজ্ঞাতসারে মোট এক কোটি ১৮ লাখ ২০০ টাকা পারস্পরিক যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করেন ব্যাংক কর্মকর্তারা। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি সময়ের মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে নির্দেশ দিয়েছেন।