বেনাপোলে সাড়ে ১০ লাখ হুন্ডির টাকা জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মোড় থেকে ১০ লাখ ৫৫ হাজার হুন্ডির টাকাসহ একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলববার বিকাল ৪ টার দিকে টাকা ও বাইসাইকেল উদ্ধার করা হয়। তবে টাকা পাচারকারির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বেনাপোল আইসিপি ক্যাম্প সুবেদার আব্দুল ওহাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ছোটআচড়া মোড়ে অভিযান চালিয়ে একজন বাইসাইকেল চালককে সন্দেহ করলে সে বিজিবি দেখে সাইকেল ও একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি খুলে তার মধ্যে ১০ লাখ ৫৫ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়।

উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে বলে তিনি জানান।