পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্যাংকলরি থেকে আল আমিন (২০) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্বতীপুর পৌরসভার গুলপাড়া এলাকার আফসার আলীর পুত্র।
মঙ্গলবার সকালে পার্বতীপুর শহরের হলদীবাড়ি এলাকার বার্মা ফিলিং স্টেশনে অবস্থানরত ট্যাংকলরি (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৪৪৮) থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গাড়ির ট্যাংকি পরিস্কার করার জন্য আল আমিন ভিতরে প্রবেশ করে আর বের হয়নি। মঙ্গলবার খোঁজাখুঁজি করে সকাল ৮ টার দিকে চালক গাড়ীতে উঠে ট্যাংকির ঢাকনা খোলা দেখতে পান। পরে ভিতরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তিনি।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান বলেন, আল আমিন নিয়মিত বার্মা ফিলিং স্টেশনে কাজ করত। তার কাজ ছিলো তেল ঢেলে নেওয়ার পর ট্যাংকলরি পরিষ্কার করা। গ্যাস হওয়ায় সেখানে অক্সিজেন স্বল্পতাকে তার মৃত্যুর কারণ হিসেবে ধরা হচ্ছে।
