শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে চোরাচালানের মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ২২ জুন ২০১৬ | ৭:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি মোটরসাইকেলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে বায়েজিদ বোস্তামী মাজার এলাকার ‘বায়েজিদ ক্যাফে’ নামের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ রিদওয়ানুল ইসলাম বাবু (৩৭) কক্সবাজার জেলার রামু উপজেলার আবু ইউসুফের ছেলে। তিনি কখনও শিক্ষক, কখনও সাংবাদিক আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, চোরাচালানের মাধ্যমে ভারত থেকে কুমিল্লা সীমান্ত দিয়ে নিয়ে আসা এফজেড-এস ব্রান্ডের একটি মোটরসাইকেলসহ বাবুকে গ্রেফতার করা হয়। নানা পরিচয়ে প্রতারণা করে বেড়ানো বাবুর বিরুদ্ধে আগে থেকে একটি মামলা ছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে।