লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদকে (৪২) বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামুনুর রশিদ আমিরাবাদ ২নং ওয়ার্ডের খাঁন সাহেব পাড়ার তমৃত মাহামুদুল হকের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিস্ফোরক মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।