বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

কোতোয়ালীতে ছাত্রদলের মিছিল: নৈরাজ্যের প্রতিবাদ ও গণহত্যাকারীদের বিচার দাবি

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরের কোতোয়ালী থানার ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এস. এম. রিদুয়ান এর নেতৃত্বে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নতুন রেলস্টেশন থেকে শুরু হয়ে আমতল ঘুরে নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়।

মিছিলের মূল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানানো এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত বিচারের দাবি রাখা। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি জানান।

এস. এম. রিদুয়ান বলেছেন, “আমরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ দৃঢ়ভাবে জানাচ্ছি এবং গণহত্যাকারীদের বিচারের দাবি করছি। ছাত্র ও জনগণের যৌথ উদ্যোগে এই মিছিল আয়োজিত হয়েছে।”