বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

লোহাগাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪ | ১১:৪১ অপরাহ্ন

Arrest
লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ নিকট এনেছে।

জাহাঙ্গীর আলম, ওই এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র এবং চুনতি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

লোহাগাড়া থানার এসআই এনায়েত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরণ মামলায় জাহাঙ্গীর আলম নামে একজন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।