বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বাঁশখালীতে মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪ | ১১:৪৩ অপরাহ্ন


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বাঁশখালীতে মাটির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে তাবাসসুম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাবাসসুম একই এলাকার আব্দুল গফুরের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির বাবা নতুন একটি পাকাঘর নির্মাণ করেছিল। আগের পুরাতন মাটির ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নতুন ঘরে নিয়ে আসার জন্য কাজ করার মুহূর্তে তার পেছনে ছোট মেয়েটি ছিল। যা সবার অজানা ছিল। একপর্যায়ে পুরাতন ঘরের মাটির দেয়াল ভাঙতে গিয়ে তার বাবার পিছনে থাকা শিশু তাবাসসুম দেওয়ালে চাপা পড়ে।

ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই মেয়ের বাবাও কোমরে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘বৈলছড়িতে মাটির দেয়াল চাপা পড়ে সকালে তাবাসসুম নামে এক শিশুর মারা যাওয়ার খবর পেয়েছি।’