বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

মানিকছড়ি জাতীয় যুব দিবসে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ

প্রকাশিতঃ ১ নভেম্বর ২০২৪ | ১১:৪৫ অপরাহ্ন


খাগড়াছড়ি প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শপথ পাঠ, র‍্যালী, আলোচনা সভা, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্তের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মহব্বত আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. মনিরুজ্জামান, সফল উদ্যোক্তা আবদুল হামিদ ও নারী উদ্যোক্তা লিপি আক্তার।

আলোচনা সভা শেষে ৭ জন উদ্যোক্তাকে ফলের চাষ, ডেইরী ফার্ম ও পোল্ট্রি ফার্মের ফার্মের জন্য ৬ লক্ষ ৪০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্তদের ৫জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

এর আগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে জাতীয় যুব দিবসের র‍্যালী বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন যুব সংগঠন শতাধিক সদস্য ও যুব অধিদপ্তরের উপকারভোগীরা অংশ নেন।