বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে সরকারি জমি উদ্ধার, দখলকারীকে জেল-জরিমানা

প্রকাশিতঃ ৩ নভেম্বর ২০২৪ | ৩:৩৮ অপরাহ্ন


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অপরাধে এক যুবককে ১ মাসের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩ নভেম্বর) উপজেলার আজাদী বাজারে দোকানঘর নির্মাণের দায়ে মো. এমরান নামের ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে আনুমানিক ৫০ লক্ষ টাকা মূল্যের ১.৫ শতক জমি উদ্ধার করে আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধর্মপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবদুল মাবুদের ছেলে মো. এমরান দীর্ঘদিন ধরে বাজারের কাছে ওই সরকারি জমি অবৈধভাবে দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন।

অভিযুক্ত মো. এমরান আদালতের কাছে অপরাধ স্বীকার করলে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে কারাপরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।

এই অভিযান সম্পর্কে নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, “অভিযুক্তকে ১ মাসের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ দখলমুক্ত জমি সরকারের অনুকূলে নেওয়া হয়েছে। সরকারি জমি উদ্ধারে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”