স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

শংকর চৌধুরী, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শেদ উল আলমের আদালতে ভিকটিমের জবানবন্দী শেষে আদালত ধর্ষণকারী রিয়াদ হোসেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদত হোসেন টিটু জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যায় জেলার গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার আব্দুর রবের ছেলে রিয়াদ হোসেন কালাপানি এলাকার সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাত্রীর বাবা বাদি হয়ে গুইমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ রিয়াদ হোসেনকে গ্রেফতার করে বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। ছাত্রীর জবানবন্দী গ্রহণ শেষে পিতার হেফাজতে তাকে বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয় আদালত।

স্থনীয়রা জানায়, অভিযোগকারী ও গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন এক সাথে বালুর ঠিকাদারী কাজ করেন, সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিল। কিন্তু গত ৬ নভেম্বর সন্ধ্যায় হাফছড়ি বাজারে গেলে রিয়াদ পরিকল্পিতভাবে তার বাড়িতে গিয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের জন্য জোর পূর্বক টানা হিচড়ে করে। এমতাবস্থায় ছাত্রীর বাবা ঘরে প্রবেশ করলে, ধর্ষণকারী রিয়াদ হোসেন বুঝতে পেরে নিজের ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং দু’টি মোটর সাইকেলের চাবি রেখে পিছনের দরজা দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর বাবা স্থানীয় গণ্যমান্যদের জানানোর পর গুইমারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০এর-০৩ সংশোধিত ৯ (৪) ধারায় মামলা দায়ের করেন।