বেনাপোল প্রতিনিধি : শার্শার বাগআঁচড়া প্রায় দেড় লক্ষ টাকার ভারতীয় মালামালসহ ইমাম হোসেন ওরফে হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় এসআই সাজ্জাদুর রহমান রহমান, এএসআই সঞ্জয় বর্মন, হুমায়ন কবীর, সন্জয় কুমার, তানজীর আহম্মেদ, মাহমুদ, রবিউল হোসেনসহ সংগীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারে মিতালী ক্লথ স্টোরের সামনে থেকে ভারত থেকে চোরাচালানীর মাধ্যমে আমদানীকৃত মালামাল কেনাবেচার সময় ইমাম হোসেনকে আটক করে। এ সময় তার দখলে থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় চাদর, জুতা, স্যান্ডেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৩ হাজার ৫শত টাকা।
ওসি জিয়াউর রহমান জানান, এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে চোরাকারবারী আঃ গনি, মোস্তফা, আকতারুল, নাসির, মফিজুলসহ অন্যান্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে শার্শা থানায় ১৯৭৪ সালেের বিশেষ ক্ষমতা আইনে ইমাম হোসেনসহ ৬ জনকে আসামী করে একটি মামলা হয়েছে বলে ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
