চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শফিউল আলম সোহেল ওরফে ইয়াবা সোহেল নামে একজনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, মাদক ব্যবসা নির্বিঘ্ন করতে এই ব্যক্তি একটি শক্তিশালী বাহিনী গঠন করেছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীহাট এলাকা থেকে ৭০০টি ইয়াবাসহ সোহেলকে গ্রেফতার করা হয় বলে জানান সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন।
গ্রেফতার শফিউল আলম সোহেল ওরফে ইয়াবা সোহেল সাতকানিয়ার কেওচিয়া সামিয়ার পাড়ার আহমদ সৈয়দের ছেলে।
সাতকানিয়া থানা পুলিশের অফিসিয়াল ফেসবুক আইডিতে উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে ছদাহা কেওচিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে সোহেল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। তিনি কেরানীহাটসহ তার আশপাশ এলাকায় রাজত্ব কায়েম করে আসছেন। তার একটি শক্তিশালী বাহিনী আছে। যাদের সহযোগিতায় তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।
ওসি রফিকুল হোসেন বলেন, ‘ইয়াবা বিক্রিতে যশ ও খ্যাতি থাকায় সকলেই তাকে ইয়াবা সোহেল নামে চিনে। সে থানা গ্রেফতার হওয়ার পর সাধারন জনগণ উচ্ছ্বাসিত হয়ে কেরানীহাটসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে।’
