বেনাপোল প্রতিনিধি : শার্শার নাভারণের একটি ক্লিনিকে একটি জোড়া লাগানো কন্যাশিশুর জন্ম হয়েছে। শিশুটি জন্ম গ্রহণের দুইঘণ্টা পরে মারা গেছে।
শুক্রবার সকাল ৭টায় দুই মাথা, চার হাত, চার পা বিশিষ্ট অদ্ভুত শিশুটির জন্মগ্রহণের খবর প্রচার হওয়ার সাথে সাথে এক নজর দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায় হাসপাতালে।
জানা গেছে, শার্শা উপজেলার ঘিবা গ্রামের জহির উদ্দিনের স্ত্রী রাশিদা বেগমের বৃহস্পতিবার দিবাগত রাতে প্রসাব বেদনা উঠলে উপজেলার নাভরণ বাজারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্বাবধানে সিজারিয়ানের মাধ্যমে জমজ শিশুটির জন্ম হয়।
জন্মদানের পর মা রাশিদা বেগম সুস্থ থাকলেও দুইঘণ্টার মধ্যেই শিশুটি মারা যায়।
