বঙ্গোপসাগর লঘুচাপ সৃষ্টির আভাস, তাপমাত্রা আরও কমতে পারে


ঢাকা : দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত উত্তরাঞ্চলের কিছু জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যদিকে, অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

এ সময় দেশের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। এছাড়া, লঘুচাপের প্রভাবে সাগরে ঢেউ বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আরও জানান, আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তরাঞ্চলে এক বা দুটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।