৫০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহণে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। শুক্রবার সকালে সীতাকুন্ড উপজেলার উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতার মো. হারুনুর রশিদ (৪৩) লক্ষীপুর জেলার সদর থানার খোসাখালী এলাকার মফিজ উল¬্যার ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় হারুন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।