চট্টগ্রাম: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি তোয়ালে তৈরির কারখানার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেড এর ৭ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে অবস্থিত জি এফ টেক্সটাইল লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।
ইপিজেড ফায়ার স্টেশনের পরিদর্শক বাহার উদ্দিন জানান, বুধবার রাতে জি এফ টেক্সটাইল লিমিটেডের ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানাটিতে রাখা সুতা এবং তোয়ালে তৈরির বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে।
চট্টগ্রাম বিভাীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর হুমায়ুন কবির বলেন, অগ্নিকান্ডে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো বের করা যায়নি।
