চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ সম্পাদক, প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক স. ম. ইব্রাহীমকে শুক্রবার সন্ধ্যায় চমেক হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, রূপালী ব্যাংকের পরিচালক সাংবাদিক আবু সুফিয়ান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জামাল উদ্দীন ইউছুফ, আসিফ ইকবাল, মঈন উদ্দীন ও সাংবাদিক স.ম. ইব্রাহীমের পরিবারের সদস্যবর্গ।
আবু সুফিয়ান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক স.ম. ইব্রাহীমের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।
উল্লেখ্য, ৩১ অক্টোবর দুপুরে নগরীর আন্দরকিল্লার প্যারাগন সিটির পাশে ব্যাটারিচালিত টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে প্রবীণ সাংবাদিক স ম ইব্রাহিম গুরুতর আহত হন। এসময় টমটমের আরও পাঁচ যাত্রী আহত হন।
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ৩১ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
